বিশ্বের শীর্ষ একশ দূষিত শহরের মধ্যে ৯৪টিই চীন, ভারত ও পাকিস্তানের। এই ১০০ শহরের তালিকায় জায়গা হয়েছে বাংলাদেশের চারটি শহরেরও।
সোমবার (২২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইনফোগ্রাফিক। তথ্যে জানা যায়, পৃথিবীর সবচেয়ে দূষিত শহর চীনের জিনজিয়াং প্রদেশের হোটান। দূষিতের তালিকায় এরপরের শহরগুলো হচ্ছে- গাজিয়াবাদ, বুলান্দশহর, জালালপুর, ভিবাদি, নয়দা, বৃহত্তর নয়দা, কানপুর, লখনৌ ও দিল্লি।
তবে দূষিত শহরের তালিকায় জায়গা পাওয়া সর্বোচ্চ ৪৬টি ভারতের। শীর্ষ ১০টির মধ্যেও ৯টি ভারতের। পরের অবস্থানে চীন। দেশটির মোট ৪২টি শহর আছে সর্বোচ্চ দূষিতের তালিকায়। আর পাকিস্তানের আছে ৬টি শহর। বাংলাদেশের চারটি শহর ছাড়াও একটি করে দূষিত শহর রয়েছে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায়।
বেশ কয়েকটি উপাদানের ওপর নির্ধারণ করা হয়েছে দূষিত বাতাসের মান। এর মধ্যে রয়েছে পিএম টেন, ওজন, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইডসহ আরো কয়েকটি উপাদান।
Leave a reply