কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহম্মদ সোহেলসহ ৫ জন আহত হয়েছেন। সোহেলসহ ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয়রা জানায়, বিকেল চারটার দিকে ৮/১০ জন দুর্বৃত্ত পাথুরিয়াপাড়া এলাকায় ঢুকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে তারা কাউন্সিলর সোহেলের কার্যালয়ে প্রবেশ করে। এসময় সোহেলসহ কয়েকজন ঐ কার্যালয়ে বসে ছিলেন। দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আরও কয়েকজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হয়েছেন- আওলাদ হোসেন রিজু (২৩), জুয়েল (৪০), রাসেল (২৮) ও হরিপদ সাহা (৬০)।
দ্রুত আহতদের উদ্ধার করে নেয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত সোহেল এবং হরিপদ নামে আরেকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কাউন্সিলর সোহেল ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। কারা কি কারণে হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। স্বজন ও রাজনৈতিক সহকর্মীরাও নিশ্চিত নয় কেন এই হামলা।
Leave a reply