বুলগেরিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

বুলগেরিয়ার একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন।

গত সোমবার (২২ নভেম্বর) এই অগ্নিকাণ্ডের ঘটনা হয়। পরে নার্সিং হোমের সবাইকে উদ্ধার করে স্থানীয় একটি স্কুলে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ আগুন লাগে। এ সময় দ্রুত ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছে বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে বহুতল ভবনের ছাদ পর্যন্ত। নার্সিং হোমটিতে কতোজন মানুষ ছিল তা জানানো হয়নি।

নার্সিং হোমটির পরিচালক মেলিনা মাজুরিক জানান, অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। তবে তাৎক্ষণিকভাবে সবাই দ্রুত সরিয়ে না নিলে আরও হতাহতের সংখ্যা বাড়তো। বাইরে যারা আছেন সবাই নিরাপদে আছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply