ঢাবি গ ইউনিটের ফলাফল প্রকাশিত

|

ঢাকা বিশ্ববিদ্যলয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সংবাদ সম্মেলনে ফল প্রকাশের কথা জানান উপাচার্য ড. আখতারুজ্জামান।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে উপচার্য বলেন, করোনার ক্ষতি পুষিয়ে নিতে পরিকল্পনা নেয়া হয়েছে। যত দ্রুত সম্ভব ক্লাস শুরু করা যায় তার ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান উপাচার্য ।

গ ইউনিটের পরীক্ষায় ভর্তির যোগ্য বিবেচিত হয়েছে ২১ দশমিক সাত পাঁচ শতাংশ পরীক্ষার্থী। সর্বমোট ৫ হাজার ৭৯ জন উত্তীর্ণ হয়েছেন। প্রথম হয়েছে নটরডেম কলেজের শিক্ষার্থী আরাফাত সমীর আবির। গ ইউনিটে ভর্তি হতে পারবেন ১ হাজার ২শ ৫০ জন শিক্ষার্থী।

গত ২২ অক্টোবর গ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী বুধবার প্রকাশ করা হবে ঘ ইউনিটের ফলাফল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply