‘সরকার চাইলে ৪০১ ধারায় খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারে’

|

ফাইল ছবি।

সরকার চাইলে ৪০১ ধারা মোতাবেক খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারেন, খালেদা জিয়াকে বিদেশ নিতে আইনমন্ত্রী আনিসুল হককে স্মারকলিপি প্রদানকালে এমন মন্তব্য করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, তাদের স্মারকলিপি পর্যালোচনা করা হবে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে সচিবালয়ে আইনমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বিএনপি’র ১৫ জ্যেষ্ঠ আইনজীবী।

সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। যদি আবেদন বাতিলই করতাম তাহলে তো আজকের আলোচনা হতো না। আবেদনের বিষয়টি বিবেচনার ক্ষেত্রে মতামত নেয়া হবে বলে জানান তিনি।

এসময় বিএনপিপন্থী আইনজীবীরা বলেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুরোধ। এতে রাজনীতিতে নজির স্থাপন হবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে বিদেশী পাঠাতে পারে সরকার। তিনি তার জামিন স্থগিতের শর্ত ভঙ্গ করেনি। তাই ৪০১ ধারা মোতাবেক তাকে সরকার চাইলে পাঠাতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply