বুলগেরিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৪৫ জন নিহত

|

ছবি: সংগৃহীত

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার দক্ষিণাঞ্চলের একটি মহাসড়কে বাস দুর্ঘটনায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দেশটির কর্মকর্তারা এ খবর জানান। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফায়ার সেফটি এন্ড সিভিল প্রটেকশন বিভাগের নিকোলাই নিকোলভ সরকারি সম্প্রচার কেন্দ্র বিএনটিকে বলেছেন, সোফিয়া থেকে ৪০ কিলোমিটার দূরে এক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ৪৫ কিংবা ৪৬ জন নিহত হয়েছে। সাত যাত্রী বেঁচে গেছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এক চ্যানেলের খবরে বলা হয়েছে, বাসটি তুরস্কের প্রধান নগরী ইস্তাম্বুল থেকে উত্তর মেসিডোনিয়ার স্কোপিয়ায় যাচিছল। এতে ১২ শিশুও ছিল।

প্রধানমন্ত্রী জোরান জায়েভ জানান, ধারণা করা হচ্ছে হতাহতরা সকলেই মেসিডোনিয়ার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply