ইথিওপিয়া থেকে নিজ নাগরিকদের দেশে ফেরার আদেশ দিলো ফ্রান্স-জার্মানি

|

ছবি: সংগৃহীত

সহিংস ইথিওপিয়া থেকে নিজ নাগরিক-কর্মকর্তাদের দ্রুত দেশে ফেরার আদেশ দিলো ফ্রান্স ও জার্মানি। মঙ্গলবারই (২৩ নভেম্বর) দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে।

এর আগেই, তুরস্ক দেশটি থেকে নিজ নাগরিকদের ফেরানোর ঘোষণা দেয়। গেলো সপ্তাহে, একই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠায়, অস্থায়ী দফতরে কর্মকর্তাদের দ্রুত স্থানান্তরের কথা জানিয়েছে জাতিসংঘও। দাবি, নিরাপদ দূরত্ব থেকেই বহাল রাখা হবে সহযোগিতা। গুরুত্বপূর্ণ রাজ্যগুলোয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর, রাজধানী আদ্দিস আবাবা’র কাছাকাছি পৌঁছে গেছে, টাইগ্রে অঞ্চলের বিদ্রোহীরা। তাদের ঠেকাতে, ফ্রন্টলাইনে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদ। আফ্রিকার দেশটিতে জারি রয়েছে ৬ মাসের জরুরি অবস্থা। গেলো বছর থেকেই, ইথিওপিয়ার ক্ষমতাকে কেন্দ্র করে চলছে সরকার ও টাইগ্রে বিদ্রোহীদের সহিংসতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply