ইঞ্জিনিয়ার্স কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হলেন সেনাপ্রধান

|

সেনাবাহিনীর 'কোর অব ইঞ্জিনিয়ার্স' এর ৮ম কর্নেল কমান্ড্যান্ট' হিসেবে দায়িত্ব নিলেন সেনাবাহিনী প্রধান।

বাংলাদেশ সেনাবাহিনীর ‘কোর অব ইঞ্জিনিয়ার্স’ এর ৮ম কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে দায়িত্ব নিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বুধবার (২৪ নভেম্বর) সকালে নাটোর জেলার কাদিরাবাদ সেনানিবাসের ‘ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং’ এর প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

অভিষেক অনুষ্ঠানে ‘কোর অব ইঞ্জিনিয়ার্স’ এর জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে ‘কর্নেল Rank ব্যাজ পরিয়ে দেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসাবে সেনাবাহিনী প্রধান কোর অব ইঞ্জিনিয়ার্সের অভিভাবকের দায়িত্ব নিলেন।

নির্দেশনামূলক বক্তব্যে সেনাপ্রধান বলেন, সুনামের কারণে মিশনে ইঞ্জিনিয়ার কোরের সদস্যদের চাহিদা বাড়ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply