ওহাইয়োর দুটি কাউন্টিতে মাত্রাতিরিক্ত ব্যথানাশক ঔষধ সরবরাহের জন্য ৩টি ফার্মেসিকে দায়ী করলেন যুক্তরাষ্ট্রের এক আদালত।
গত মঙ্গলবার (২৩ নভেম্বর) মাইলফলক এই মামলার রায়ে বলা হয়- ওয়ালগ্রিনস বুটস অ্যালায়েন্স, সিভিএস এবং ওয়ালমার্ট নেশাজাতীয় ঔষধগুলো সরবরাহ করতো। আগামী শুনানিতে দুটি কাউন্টিকে কী পরিমাণ ক্ষতিপূরণ দেবে কোম্পানিগুলো, সেটি নির্ধারণ করবেন আদালত। সিভিএস জানিয়েছে, এই বিচারের বিরুদ্ধে আবেদন করবে তারা। বাকি দুই প্রতিষ্ঠানের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি।
গেল দু’দশক ধরে মার্কিনীরা হতাশা এবং অবসাদ দূর করতে ফেন্টানিল ও অক্সিকনটিনের মতো ব্যথানাশক ওষুধের প্রতি আসক্ত হয়ে পড়ে। আর সেগুলোর ওভারডোজের কারণে ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৫ লাখ মৃত্যু রেকর্ড করা হয়।
Leave a reply