চলন্ত বাসে আগুন লেগে বুলগেরিয়ায় মৃত্যু হলো ১২ শিশু-সহ কমপক্ষে ৪৫ জন। সোমবার স্থানীয় সময় রাত ২টায় দেশটির পশ্চিমাঞ্চলে বসনেক নামে একটি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রশাসন জানায়, মৃতরা সকলেই ছিলেন পর্যটক। তারা বেশিরভাগই প্রতিবেশি দেশ উত্তর মেসিডোনিয়ার নাগরিক।
এদিকে দুর্ঘটনাটির কারণ নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে পুড়ে ছাই হওয়ার আগে বা পরে সড়কের ধারে থাকা রেলিংয়ে ধাক্কা খায় সেটি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাসটি এমনভাবেই পুড়ে গেছে যে কাঠামো ছাড়া আর কিছুই বলতে গেলে অবশিষ্ট ছিল না। শহর কর্তৃপক্ষ বলছে, আগুন লাগার পরে মাত্র ৭ জনই বাস থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার হাসপাতালে চিকিৎসাধীন তারা। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে ঘটনার বিষয়ে উচ্চতর তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
Leave a reply