সাবেক ভারতীয় ক্রিকেটার এবং দিল্লি বিজেপির সংসদ সদস্য গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে এরই মধ্যে থানায় অভিযোগ করেছেন গৌতম। তার অভিযোগ, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর কাশ্মির শাখার সদস্যরা ই-মেইলের মাধ্যমে তাকে এ হুমকি পাঠিয়েছে। সেখানে তার পরিবারকে হত্যারও হুঁশিয়ারি দেয় আইএস। খবর ইন্ডিয়া টুডের।
গৌতমের অভিযোগের পরই তদন্তে নেমেছে পুলিশ। তার বাসভবনের সামনেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যে মেইলের মাধ্যমে এই হুমকি পাঠানো হয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।
তবে এর আগেও প্রাণ নাশের হুমকি পেয়েছিলেন সাবেক এই ক্রিকেটার। ২০১৯ সালে এ ধরনের একটি চিঠি পেয়েছিলেন তিনি। সে সময় আন্তর্জাতিক একটি নাম্বার থেকে তাকে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছিল। আর ওই বছরই পূর্ব দিল্লির হয়ে বিজেপির সংসদ সদস্য নির্বাচিত হন গৌতম।
Leave a reply