জ্বালানির দাম কমাতে নতুন ঘোষণা বাইডেনের, আশাবাদী বিশেষজ্ঞরাও

|

ছবি: সংগৃহীত।

বিশ্ববাজারে গত সাত বছরের মধ্যে তেলের দাম উঠেছে সর্বোচ্চ। তবে এবারে আমেরিকায় তেলের দাম কমাতে দেশটির পেট্রোলিয়াম ভাণ্ডারে থাকা ৫ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন বাইডেন। এতে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব বাজারেও তেলের দাম কমাতে সহায়ক হবে বলে আশাবাদী তিনি। হোয়াইট হাউজের সরকারি ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ নিয়ে বুধবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট দেন বাইডেন। সেখানে তিনি লিখেছেন, আমেরিকায় বসবাসকারীদের জন্য তেল এবং গ্যাসের দাম কমাতে পদক্ষেপের কথা ঘোষণা করছি আজ। মার্কিনিদের জন্য তেল এবং গ্যাসের দাম কমানোর লক্ষ্যে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ৫ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়বে জ্বালানি মন্ত্রণালয়।

বাইডেনের এই সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরাও। তেলের দাম কমাতে এই পদক্ষেপ কার্যকরী হবে বলেই মনে করছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply