সরকারি কর্মকর্তার বাড়ির পানির পাইপ থেকে বের হচ্ছে কাড়ি কাড়ি টাকা

|

ছবি: সংগৃহীত।

আয় বহির্ভূত সম্পত্তির মালিক বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বাড়ি এবং অফিসে অভিযানে চালানো হয়। সেই অভিযানে স্বর্ণের গয়না, অস্থাবর সম্পত্তি এবং নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ নভেম্বর) ভারতের কর্নাটকের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় অপরাধ দমন শাখা।

ভিডিও দেখতে ক্লিক করুন

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বুধবার অপরাধ দমন শাখার প্রায় ৪০০ অফিসার সেই রাজ্যের ৬০টি জায়গায় অভিযান চালিয়েছে। অপরাধ দমন শাখার এক কর্মকর্তা জানিয়েছেন সাড়ে তিন কোটি টাকার গয়না ছাড়াও প্রচুর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কালবুর্গী এলাকার পূর্ত দফতরের এক ইঞ্জিনিয়ারের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ১৩ লক্ষ টাকা।

তার বাড়ি থেকে টাকা উদ্ধারের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, পানির পাইপ থেকে কাড়ি কাড়ি টাকা বের করছে কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply