Site icon Jamuna Television

শুরুর ম্যাচের মতো শেষটাও রাঙিয়েছেন মাহমুদউল্লাহ

আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার (২৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) এ খবর নিশ্চিত করেছে।

তবে অনাষ্ঠানুনিকভাবে সাদা পোশাকে রিয়াদের বিদায়ের খবর জানা গিয়েছিল আগেই। গত ১১ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের পঞ্চম দিনে তাকে গার্ড অব অনার দেয় সতীর্থরা। তখনই তার অবসরের ব্যাপারটি অনেকটা পরিস্কার হয়ে ওঠে।

বিদায়ী টেস্টে মাহমুদউল্লাহ খেলেন ১৫০ রানের এক মহাকাব্যিক ইনিংস। দীর্ঘ ১৬ মাস পর মাঠে নেমে এই ইনিংস খেলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড ২৪০ রানে জয় পাওয়া ম্যাচটিতে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। এই ম্যাচের পর বিসিবি তাকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বললেও তাতে সাড়া দেননি রিয়াদ।

শেষের বর্নিল এই ম্যাচের মতো মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ারের শুরুর ম্যাচটাও ছিল রঙিন। ২০০৯ সালের ৯ জুলাই কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের টেস্ট ক্যারিয়ার শুরু করেন রিয়াদ। অভিষেক এই ম্যাচেই স্বপ্নের সূচনা করেন রিয়াদ। ব্যাট হাতে রান করতে ব্যর্থ হলেও বল হাতে সেই ম্যাচে দলের সেরা বোলার ছিলেন রিয়াদ। প্রথম উইকেটে ৩ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে ৫১ রানের বিনিময়ে ৫ উইকেট নেন এ অলরাউন্ডার। সেই বোলিংই সেরা বোলিং ফিগার হয়ে থাকলো রিয়াদের টেস্ট ক্যারিয়ারে।

Exit mobile version