ষ্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ পৌর এলাকার মোক্তারপাড়ায় ড্রেনের কাজ করতে দেওয়াল ধ্বসে নুরনবী (৬৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় অপর আরেক শ্রমিক আহত হয়েছে।
শনিবার বিকাল ৪টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মোক্তারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরনবী সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চুনিয়াহাটি গ্রামের বাসিন্দা। আহত মকবুল হোসেন (৬০) একই গ্রামের বাসিন্দা। আহতকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, পৌরসভার বাস্তবায়নাধীন ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ চলছিল মোক্তারপাড়ায়। ওই এলাকার মাইনুল রেজার বাসাবাড়ীর দেয়াল ঘেষে নির্মাণাধীন ওই ড্রেনের ভেতরে নেমে খনন করছিলেন নুরনবী ও মকবুল। এ সময় ওই বাসাবাড়ির দেয়াল ধসে পড়লে তার নিচে চাপা পড়ে ওই দুই শ্রমিক। স্থানীয়রা তাদের উদ্ধার করে করে হাসপাতালে নেয়ার পথে নুরনবী মারা যান। অপরজনের অবস্থা আশঙ্কা হওয়ায় তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়া হয়েছে।
Leave a reply