দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের উদ্বোধন

|

উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার সব সেক্টরের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পটুয়াখালীর কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। আর ২০০৮ এবং ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতার কারণেই সেটা সম্ভব হয়েছে। তিনি জানান, বিশ্ব মন্দার সময় দায়িত্ব নিয়েও দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার সরকার। তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম যেমন হচ্ছে তেমনই সেগুলো রক্ষার দায়িত্বও সবার। বিএনপিকে উদ্দেশে তিনি বলেন, বহু আগেই ডিজিটাল দেশগুলোর কাতারে থাকত বাংলাদেশ। অথচ অজ্ঞতার কারণে সুযোগ থাকা সত্ত্বে দেশকে পিছিয়ে দিয়েছে বিএনপি।

এ সময় গণভবনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং ডাক ও টেলিযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply