ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ, মৃত ৪৪

|

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। শনিবার (২৭ নভেম্বর) পর্যন্ত রাজ্যটিতে নিখোঁজ অন্তত ১৬ জন।

সরকারি হিসাব অনুযায়ী, বন্যায় রাজ্যজুড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ২ হাজার গ্রাম। বিধ্বস্ত বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ও ব্রিজ। দুর্যোগ কবলিত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা দিচ্ছে সরকার। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকার কয়েক হাজার বাসিন্দাকে।

এদিকে, বন্যা কবলিত আরেক রাজ্য তামিলনাড়ুতে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এখনও পানিবন্দি হাজারও মানুষ। বন্ধ রয়েছে স্কুল, কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান। চলতি সপ্তাহে রাজ্য দুটিতে বৃষ্টিপাত আরও বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। এতে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা কর্তৃপক্ষের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply