ফেনী প্রতিনিধি:
ফেনীতে পরশুরামের মির্জানগর ইউনিয়নে ২নং ওয়ার্ড মধুগ্রামে কেন্দ্রের গোপন কক্ষে প্রবেশ করায় পোলিং কর্মকর্তা নাসিমা বেগম প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে ৮ জনকে আটক করেছে পুলিশ। ফেনী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের খন্ডল হাই উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৫ জনকে আটক করা হয়েছে। সকাল সাড়ে ৯ টার দিকে তাদের আটক করা হয়। অপরদিকে, ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া কেন্দ্র থেকে ৩ জনকে আটক করা হয়েছে। ছাগলনাইয়া থানার পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: ‘তালা’ প্রতীকে জাল ভোট দিতে গিয়ে আটক আলাউদ্দিন, ৬ মাসের কারাদণ্ড
ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে শুধু পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে। এছাড়া বাকীগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এক ভোটারকে বাটন টিপে সহযোগিতা করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পোলিং কর্মকর্তা নাসিমা বেগমকে প্রত্যাহার করেন।
Leave a reply