ব্রিটিশ মিউজিয়ামের একটি খননকারী দল ইরাকে খুঁজে পেয়েছে ১৩শ’ বছরের পুরনো একটি মাটির মসজিদ। জানা গেছে, মসজিদটি নির্মাণ করা হয়েছিল ৬৭৯ সালে, যখন ইসলামি বিশ্বে চলছিল উমাইয়া শাসন। ইরাকের দক্ষিণাঞ্চলের আল-রাফাই শহরে এই প্রাচীন মসজিদটির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। জানিয়েছে ইরাকি নিউজ এজেন্সি।
৮ মিটার চওড়া ও ৫ মিটার লম্বা এই মসজিদের অগ্রভাগে আছে ছোট একটি মিরাব। এছাড়াও প্রায় ২০ জন মানুষের নামাজ পড়ার উপযোগী এই মসজিদকে বিবেচনা করা হচ্ছে ইরাকের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য হিসেবে। যদিও কেবল ধ্বংসাবশেষই পাওয়া গেছে আল-রাফাই শহরে।
ইরাকের প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক আলী শালঘাম বলেন, ইরাকের একটি আবাসিক এলাকার মধ্যভাগেই নির্মিত হয়েছিল এই মসজিদ। স্থাপনাটি আমাদের এই অঞ্চলের স্থাপত্যের ব্যাপারে বেশ গুরুত্বপূর্ণ। কারণ, মসজিদটি নির্মাণ করা হয়েছে ইরাকে ইসলাম আগমনের প্রারম্ভে।
Leave a reply