তাইজুল ইসলামের দাপটের পর ক্রিজে এখন পাকিস্তানের টেল এন্ডাররা। আর পেস দিইয়ে পাকিস্তান ইনিংসের লেজ ছেঁটে দেয়ার কাজই চালিয়ে যাচ্ছেন এবাদত হোসেন। সাজিদ খানকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন তিনি। তার আগে হাসান আলীকে স্ট্যাম্পিংয়ের শিকার বানিয়ে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল।
এর আগে, তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে সকালের সেশনেই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। আগের দিনের বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে খেলতে নেমে তাইজুল ও মিরাজের স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয় পাকিস্তান। বিশাল ওপেনিং জুটির পর আর কেউই বড় করতে পারেননি ইনিংসকে। সেদিক থেকে বাংলাদেশ ও পাকিস্তানের ইনিংস অনেকটা একইভাবে যাচ্ছে। বাংলাদেশের ৩৩০ রানের মধ্যে লিটন ও মুশফিকের জুটিতেই এসেছিল ২০৬ রান। অন্যদিকে, উদ্বোধনী জুটিতে ১৪৬ রান করে ফেলার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় লিডের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে পাকিস্তানের।
আরও পড়ুন: তাইজুলের তোপে কাঁপছে পাকিস্তান
প্রতিবেদনটি লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে পাকিস্তান এখনও পিছিয়ে আছে ৮৬ রানে।
Leave a reply