Site icon Jamuna Television

মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতে অবসর নেবেন রোনালদো

ছবি: সংগৃহীত

অবসরে যাওয়ার আগে মেসির থেকে বেশি ব্যালন ডি’অর জিততে চান ক্রিস্টিয়ানো রোনালদো। এটিই তার একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন এই পর্তুগীজ তারকা।

এমনটাই নিশ্চিত করেছেন ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সম্পাদক প্যাসকেল ফেরে। নিউ টাইমসকে তিনি বলেন, মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতে অবসরের ইচ্ছা আছে রোনালদোর। এটা আমি জানি কারণ রোনালদোই আমাকে এটা বলেছে।

একটা সময়ে রোনালদোর প্রথম ব্যালন ডি’অরের বিপরীতে মেসির ছিল ৪টি। বর্তমানে মেসির ব্যালন ডি’অর সংখ্যা আবারও ছাপিয়ে গেছে রোনালদোর অর্জনকে। তার ছয়টি ব্যালন ডি’অরের বিপরীতে রোনালদো জিতেছেন পাঁচটি। তবে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জেতায় এবারও লিওনেল মেসির সম্ভবনা বেশি দেখছেন ফুটবল বিশ্লেষকরা।

অন্যদিকে, ক্লাব বা জাতীয় দলের হয়ে গত বছর কিছুই জেতেননি রোনালদো। সেই সাথে কাতার বিশ্বকাপেও অনিশ্চিত সিআরসেভেনের পর্তুগালের কোয়ালিফাই করা। এ বছর তাই মেসিকে স্পর্শ করার সম্ভাবনা রোনালদোর নেই বলেই মনে হয়।

Exit mobile version