ভোটকে‌ন্দ্রের পাশ থে‌কে দুই শতা‌ধিক লা‌ঠি উদ্ধার

|

ভোট কে‌ন্দ্রের পাশ থে‌কে উদ্ধারকৃত লা‌ঠি।

স্টাফ রি‌পোর্টার পটুয়াখালী:

পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জে এক‌টি ভোটকে‌ন্দ্রের পাশ থে‌কে দুই শতা‌ধিক লা‌ঠি উদ্ধার ক‌রে‌ছে ভ্রমমাণ আদাল‌তের নির্বা‌হি ম্যাজিস্ট্রেট।

রোববার (২৮ নভেম্বর) দুপুর ২টার দি‌কে উপ‌জেলার ম‌জিদবা‌ড়িয়া ইউনিয়নের ৮নং কেন্দ্র আউলিয়া সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের ১০০ গজ প‌শ্চিম-উত্তর দি‌কের এক‌টি বাগান থে‌কে লা‌ঠিগু‌লো উদ্ধার করা হয়। ওই বাগান‌টি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম সরওয়ার কিসলুর বাড়ীর পুকুর পা‌ড়ে। ভোট গ্রহণের সময় কেন্দ্র দখ‌লের উদ্দেশ্যে লা‌ঠিগ‌ু‌লো মজুদ করা হ‌য়ে‌ছিল ব‌লে ধারণা করছেন নির্বা‌হি ম্যাজিস্ট্রেট শা‌হিন মাহমুদ।

শা‌হিন মাহমুদ জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে দুপু‌রে পু‌লিশ নি‌য়ে ওই বাগা‌নে তল্লা‌শি চালা‌নো হয়। এক পর্যা‌য়ে পুকু‌রের পা‌ড়ের বাগান থে‌কে লা‌ঠিগু‌লো উদ্ধার করা হয়। বাগান থে‌কে ছোট ছোট গাব গাছ কে‌টে এগু‌লো মজুদ করা হ‌য়ে‌ছিল। আজ ভো‌টের সময় কেন্দ্র দখল কিংবা কে‌ন্দ্রের বাই‌রে মারামা‌রি করার লক্ষ গতকাল রা‌তে এগু‌লো মজুত করে রাখ‌তে পা‌রে ব‌লে তার ধারনা।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় ‘ওপেন ভোট’ নেয়ার জন্য প্রিজাইডিং অফিসারকে হুমকি

স্থানীয়রা জানায়, গতকাল রা‌তে স্বতন্ত্র প্রার্থীর লোকজন নৌকা প্রার্থীর সমর্থক‌দের বেশ ক‌য়েক‌টি মোটরসাই‌কেল ভাংচুর ক‌রে‌ছে। তার প্রতি‌শোধ নি‌তেই লা‌ঠিগু‌লো মজুত ক‌রে রে‌খে‌ছিল গোলাম সরওয়ারের লোকজন। ত‌বে এ অভিযগের ব্যাপারে নৌকা প্রতী‌কের প্রার্থী ‌গোলাম সরওয়ার কিসলুর সাথে যোগাযোগ করলে তার মোবাইল ফো‌ন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, আউলিয়া সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রে মোট ১৬৪৩ ভোটা‌রের ম‌ধ্যে দুপুর আড়াইটা পর্যন্ত ৯৩০ ভোট কাস্ট হ‌য়ে‌ছে। ঝুঁকিপূর্ণ এ কে‌ন্দ্রে সকাল থে‌কে পর্যাপ্ত পরিমাণ পু‌লিশ, র‌্যাব, বি‌জি‌বি সদস‌্য নিরাপত্তায় মোতা‌য়েন র‌য়ে‌ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply