রবিচন্দ্রন অশ্বিনকে সতর্ক করায় আম্পায়ারদের উপর ক্ষুব্ধ হয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। আম্পায়ারদের সিদ্ধান্তে অবাক হয়েছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।
কানপুর টেস্টের তৃতীয় দিনে ব্যাটারকে বাধা দেয়ার অভিযোগ আনা হয় অশ্বিনের বিপক্ষে। বল করার পর অপর প্রান্তের ব্যাটারের সামনে চলে আসেন তিনি। আর এতেই আম্পায়ারের কাছে অভিযোগ করেন কিউই ব্যাটাররা। এছাড়া এই ইনিংসে অফস্পিনের সাথে আরও অনেক ধরনের বৈচিত্র্যও প্রয়োগ করেছেন অশ্বিন। ক্যারম বল, গুগলি, ফিঙ্গার স্পিন, রিস্ট স্পিনের সাথে স্ট্যাম্প ও আম্পায়ারের মাঝের জায়গা দিয়ে রান আপ নিয়ে বোলিং করেছেন ভারতের এই তারকা স্পিনার। তবে অশ্বিনকে আম্পায়ার নিতিন মেননের সতর্ক করাটা ভালোভাবে নেননি গাভাস্কার।
এর সাথে, এই বিষয়ে ক্রিকেটের আইন নিয়েও প্রশ্ন তুলেছেন এই কিংবদন্তি ক্রিকেটার। তিনি বলেন, রান নিতে সমস্যা হলে ব্যাটাররা জায়গা নিয়ে দাঁড়াতে পারতেন। নন-স্ট্রাইকে থাকা ব্যাটার কোথায় দাঁড়াবে সেটি ঠিক করার অধিকার বোলারের রয়েছে, এমনটাই মনে করেন সুনীল গাভাস্কার।
Leave a reply