যশোরের শার্শার ১০ ইউনিয়নে সংঘর্ষ-ভাঙচুর আর ভোট বর্জনের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। বাগাআঁচড়া ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
শার্শার ৮নং বাগাআঁচড়া ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী ইলিয়াস কবির বকুল রোববার (২৮ নভেম্বর) সকাল থেকে নিজ বাড়িতে অবরুদ্ধ রয়েছেন। বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল খালেকের সমর্থকরা অবরুদ্ধ করে রাখায় নিজের ভোটটিও দিতে পারেননি বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন ওই প্রার্থী।
রোববার দুপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে ভোট বর্জনের ঘোষণা দেন নৌকা মার্কার প্রার্থী ইলিয়াস কবির বকুল।
আরও পড়ুনঃ যেমন যাচ্ছে দেশজুড়ে নির্বাচন
জানা গেছে, উপজেলার ডিহি ইউনিয়নে শালকুনায় দুই গ্রুপের সংঘর্ষে তিন জন, পুটখালী ইউনিয়নের শিকড়ী মাদ্রাসা কেন্দ্রে চারজন, বাগাআঁচড়ার কলোনি কেন্দ্রে তিনজন আহত হন। এ সময় প্রতিপক্ষ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল খালেকের লোকজন তার ঘরবাড়ি ভাঙচুর করেন।
এছাড়া বাহদুর ইউনিয়নের ঘিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’জন আহত হন।
এদিকে গোগা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে নৌকার পোলিং এজেন্ট পাওয়া যায়নি। প্রশাসন তাদের সহযোগিতা করছেন বলে অভিযোগ করেছেন নৌকার প্রার্থী আব্দুর রশিদ।
আরও পড়ুনঃ নৌকায় ভোট না দেয়ায় যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ
Leave a reply