নবীনগরে নৌকার এজেন্ট দিচ্ছেন ভোটারদের ভোট!

|

নৌকার এজেন্টের বিরুদ্ধে ভোটারদের ভোট দিয়ে দেয়ার অভিযোগ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

পোলিং এজেন্টরা ভোটারদের আঙ্গুলের ছাপ নেয়ার পর এক প্রার্থীর এজেন্ট ভোটারদের ইভিএমে ভোট দেয়ার পদ্ধতি বুঝিয়ে দেয়ার নাম করে নিজেই নৌকা প্রতিকে ভোট দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইবাত খন্দকার নামে ওই তরুণ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের এজেন্ট।

রোববার (২৮ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের একটি কেন্দ্রে এই ঘটনা ঘটে। বীরগাঁওয়ে ইভিএমে ভোট নেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ২টায় বীরগাঁও ইউনিয়নের কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে এজেন্ট ইবাদ খন্দকারকে নারী বুথের গোপন কক্ষে গিয়ে নিজেই ভোট দিতে দেখা গেছে। ভোটারদের আঙ্গুলের ছাপ নেয়ার পর ইবাদ ভোটারকে ভোট দেয়ার পদ্ধতি বুঝিয়ে দেয়ার নাম করে ভোট দিচ্ছেন। বিষয়টি অন্য প্রার্থীদের এজেন্টরা কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে জানালেও কোনো প্রতিকার মিলেনি।

আরও পড়ুন: নিজ বাড়িতে অবরুদ্ধ, নৌকার প্রার্থীর ভোট বর্জন

অন্যের ভোট দেয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট ইবাদ খন্দকার বলেন, ইভিএমে ভোট হওয়ার কারণে বয়স্ক মহিলারা কীভাবে ভোট দেবেন বুঝতে পারছেন না। সেজন্য আমি তাদেরকে সাহায্য করছি। কিন্তু আমি নিজে তাদের ভোট দেইনি।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কবির আহমেদ অভিযোগ করে বলেন, কিশোরপুর কেন্দ্রটি আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেনের নিজ গ্রামে। সেখানে প্রথম থেকেই নৌকার এজেন্টরা ভোটারদের ভোট দিচ্ছেন। এ বিষয়ে অভিযোগ জানিয়েও কাজ হয়নি।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশিষ কুমার বলেন, বয়স্ক ভোটাররা ইভিএম বুঝেন না। সেজন্য ওই এজেন্ট তাদেরকে ভোট দেয়ার পদ্ধতি বুঝিয়ে দিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply