পাকিস্তানের প্রথম ইনিংসে ৭ উইকেট তুলে নিয়ে, ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং রেকর্ড গড়লেন তাইজুল ইসলাম। তিনিই একমাত্র বাংলাদেশি যার দু’বার সাত বা তার চেয়ে বেশি উইকেট দখলের রেকর্ড রয়েছে টেস্টে। সব মিলে টেস্টে এটি তাইজুলের ৯ম পাঁচ উইকেট শিকার।
চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের তিন পেসারের সাথে অনেকটা একাই লড়ছেন তাইজুল ইসলাম। তৃতীয় দিনে একাই তুলে নিয়েছেন ৭ উইকেট। আর তাতেই প্রথম বাংলাদেশি হিসেবে ইনিংসে দু’বার ৭ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তাইজুল। আগে কোনো বোলারের সাত উইকেট নেয়া চার ম্যাচে বাংলাদেশ হেরেছে মাত্র একবার।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে জোড়া আঘাতে দিন শুরু করেন তাইজুল। শিকার করেন পঞ্চাশ পেরুনো আবদুল্লাহ শফিক ও আজহার আলীকে। এরপর ৭ দশমিক ৮ ডিগ্রি বাঁক নেয়া বলে ফাওয়াদ আলমকে ফিরিয়ে নেন নিজের তৃতীয় উইকেট। এরপর সেঞ্চুরিয়ান আবিদ আলী ও হাসান আলীকে ফিরিয়ে তুলে নেন নিজের ৫ম উইকেট। টেস্টে এটি তাইজুলের ৯ম পাঁচ উইকেট শিকার। ৫ উইকেট শিকারে মিরাজকে টপকে তিনিই এখন বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। সামনে আছে কেবল সাকিব আল হাসান।
আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশি হিসেবে ইনিংসে ৫ উইকেট শিকারে তাইজুল আছেন দুইয়ে। টপকে গেছেন মোহাম্মদ রফিক আর মিরাজকে। বাংলাদেশের কিংবদন্তি স্পিনার রফিককে আরও একটি জায়গায় টপকে গেছেন তাইজুল। পাকিস্তানের বিপক্ষে রফিকের নেয়া ১৭ উইকেট টপকে সর্বোচ্চ ১৯ উইকেটের মালিক এখন তাইজুল।
টেস্ট ক্রিকেটের শান্ত-শুভ্রতা রয়েছে তাইজুলের চরিত্রেও। নেই কোনো উচ্চবাচ্য, নেই কোনো স্টারডম। তার পরিচয় কেবল, টাইগারদের বোলিং মেশিন।
Leave a reply