শ্রেয়াস ও ঋদ্ধিমানের ব্যাটে কিউইদের বড় টার্গেট দিলো ভারত

|

অভিষেক টেস্টে সেঞ্চুরির পর গুরুত্বপূর্ণ সময়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন শ্রেয়াস আইয়ার। ছবি: সংগৃহীত

কানপুর টেস্টে অভিষিক্ত শ্রেয়াস আইয়ারের প্রথম ইনিংসে করা ১০৫ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৬৫ রানের লড়াকু ইনিংসের উপর ভর করে নিউজিল্যান্ডের সামনে ২৮৪ রানের বড় টার্গেট দিয়েছে স্বাগতিক ভারত। এর সাথে ঋদ্ধিমান সাহার অপরাজিত ৬১ রানও পালন করেছে দারুণ ভূমিকা।

এর আগে, টিম সাইদি, কাইল জেমিসনদের বোলিং তোপে মাত্র ৫১ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। তবে শ্রেয়াস ও অশ্বিনের ব্যাটে ৫২ রানের জুটিতেই ম্যাচে ফিরে আসে ভারত। তারপর শ্রেয়াস ও ঋদ্ধিমান সাহার ৬৪ রানের জুটিতে ভারতের লিড পার হয়ে যায় ২০০ রানের ঘর। শ্রেয়াস আউট হয়ে গেলেও ঋদ্ধিমান ও আক্সার প্যাটেলের ব্যাটে লিড বাড়তে থাকে ভারতের। আর ২৫০ রানের নিচে টার্গেট রেখে দেয়ার আশাও নিভে যায় নিউজিল্যান্ডের। এই দুজনের অবিচ্ছিন্ন ব্যাটিংয়ে ৭ উইকেটে ২৩৪ রানেই ইনিংস ডিক্লেয়ার করে ভারত।

২৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ হবার আগে নিউজিল্যান্ড খেলে ৪ ওভার। তার মাঝেই রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন কিউই ওপেনার উইল ইয়াং।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply