স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ সড়ক ডাকাত সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ডাকাত সদস্যরা হলো-কুষ্টিয়ার ভেড়ামাড়া উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আমিনুদ্দিন মালিথার ছেলে কালু মালিথা(৬৫), রাজবাড়ীর কালুখালি উপজেলার দামুড্ডিয়া গ্রামের মোঃ মুন্না মিয়ার ছেলে আসলাম মিয়া(৩০), পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগড়ামুনিয়া গ্রামের মোঃ মোস্তফার ছেলে সাগর (৩২) ও জামালপুর সদর উপজেলার হাছনড়া গ্রামের মৃত রায়হানের ছেলে সুমন (৫০)।
আহত ডাকাত সদস্যদের প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানী-মুকসুদপুর অঞ্চলের সিনিয়র সহকারি পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান সাংবাদিকদের জানান, ব্যাসপুর এলাকায় সড়ক ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগন ওই ৪ ডাকাত সদস্যকে ধরে গণ-পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরো জানান, আটককৃতদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a reply