তুর্কি বাহিনী এবং এর মিত্র সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্দি অধ্যুষিত আফরিনের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে।
তুর্কি সেনাবাহিনী সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এই তথ্য জানিয়েছে।
তুর্কি সেনাবাহিনী জানিয়েছে, কুর্দি ওয়াইপিজি (পিপল’স প্রটেকশন ইউনিট) মিলিশিয়াদের হটাতে আট সপ্তাহব্যাপী অভিযানে পর গত রবিবার আফরিন শহরে প্রবেশ করেছিল তুর্কি সেনা ও সিরিয়ার যোদ্ধারা।
একটি সেনা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শেষ গ্রামটি (আফরিনের) দখল করা হয়েছে, এবং রাতারাতি নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করা হয়েছে।
ওই সূত্র জানিয়েছে, “আফরিনের পুরো নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে, এবং স্থানীয়দের নিরাপদ চলাচলে অভিযান অব্যাহত রয়েছে।”
তুরস্কের দাবি, সিরিয়াভিত্তিক পিওয়াইডি এবং এর সশস্ত্র কুর্দি গোষ্ঠী কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি) তুরস্কে নিষিদ্ধ ঘোষিত দল পিকেকের শাখা।
ওই দুই সংগঠনকে আইএসবিরোধী যুদ্ধে কাজে লাগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। এ নিয়ে ন্যাটোর দুই মিত্র তুরস্ক ও যুক্তরাষ্ট্রর মধ্যে এ কূটনৈতিক টানাপোড়েন চলছে।
পাশাপাশি পশ্চিমা মিত্রদের মধ্যে ফ্রান্সও আফরিন অভিযান নিয়ে তুরস্কের অন্যতম বড় সমালোচক।
যমুনা নিউজ: এফএইচ
Leave a reply