Site icon Jamuna Television

পিরোজপুরের এক ইউনিয়নে নৌকার প্রার্থী পেল ১২০ ভোট

পিরোজপুর প্রতিনিধি:

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের কাউখালী উপজেলার দুইটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন দুইটি হলো ১নং সয়না রঘুনাথপুর ও ৪নং চিরাপাড়া –পারসাতুরিয়া।

এ নির্বাচনে ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এইচ.এম রেজাউল করিম খোকন পেয়েছেন ১২০ ভোট। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক। দলীয় মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেও এত অল্প সংখ্যক ভোট পেয়ে জামানত হারানোয় ক্ষুদ্ধ স্থানীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন: নরসিংদীর হাজীপুরে মসজিদে হয়েছে ভোট

এ ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ দুই হাজার ছয়শত চুয়াল্লিশ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় পার্টির (জেপি) সাইকেল প্রতীকের প্রার্থী এলিজা সাঈদ পেয়েছেন দুই হাজার দুইশত নিরানব্বই ভোট। এ ইউনিয়নে মোট ৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকের এইচ.এম রেজাউল করিম খোকন ১২০ ভোট পেয়ে ৪র্থ নাম্বারে রয়েছেন।

এ উপজেলার অন্য ইউনিয়ন ৪নং চিরাপাড়া –পারসাতুরিয়াতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহামুদ খান খোকনও চতুর্থ অবস্থানে রয়েছেন। কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাহামুদ খান খোকন পেয়েছেন ১৮৫১ ভোট। যেখানে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ লায়েকুজ্জামান মিন্টু দুই হাজার দুইশ ছিয়াত্তর ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৯ জন।

Exit mobile version