Site icon Jamuna Television

এই ব্যক্তি কি সত্যিই তোমার স্বামী নাকি ভাড়া করে এনেছ? রাখিকে সালমান

ছবি: সংগৃহীত

স্বামী রীতেশকে জনসমক্ষে এনেছেন রাখি সবন্ত। তাকে নিয়ে ধুমধাম করে প্রবেশ করেছেন ‘বিগ বস’-এর বাড়িতে। আলাপ করিয়েছেন সকলের সঙ্গে। কিন্তু তার পরেও রীতেশকে ঘিরে সন্দেহ যেনো কাটতেই চাইছে না!

এবার রাখির স্বামীকে নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সালমান খান। সরাসরি প্রশ্নই করে ফেললেন রাখিকে। জানতে চাইলেন, ও কি সত্যিই তোমার স্বামী? নাকি ভাড়া করে এনেছ? খবর আনন্দবাজার পত্রিকার।

রীতেশ জানিয়েছেন, পেশায় তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর্তমানে বেলজিয়ামে থাকেন। স্ত্রীকে সমর্থন করে তিনি বলেন, রাখি কখনও মিথ্যে বলে না। ও যা বলেছে, তা ১০০ শতাংশ সত্যি। আমি ওকে সকলের সামনে গ্রহণ করতে পারিনি, সেটা আমার দোষ। আমার পেশাগত দিক নিয়ে এতোটাই ভয়ে ছিলাম যে, ওকে অপেক্ষা করতে বলেছিলাম।

এতো সাফাইয়ের পরেও অনেকেই এই ব্যক্তিকে রাখির স্বামী বলে মানতে রাজি নন। নাকি টিআরপি বাড়ানোর কোনো কৌশল? হয় তো উত্তর মিলবে কিন্তু সেসময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Exit mobile version