করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন যাতে দেশে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে আফ্রিকার আরও সাতটি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। এ নিয়ে আফ্রিকার মোট ১৪টি দেশের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। খবর আরব নিউজের।
রোববার (২৮ নভেম্বর) এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপ করা এই সাতটি দেশ হলো- মালাউই, জাম্বিয়া, মাদাগাসকার, অ্যাঙ্গোলা, কমোরোস, মৌরিতানিয়া, সিচেলিস। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এসব দেশের সাথে সৌদি আরবের সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে।
আরও পড়ুন: ওমিক্রন প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা
এ ছাড়া নিষেধাজ্ঞা আরোপিত দেশগুলোর নাগরিকরা যদি সৌদি আরবে প্রবেশ করতে চান, তাহলে অন্য কোনো দেশে তাদের ১৪ দিন অবস্থানের রেকর্ড থাকতে হবে। পাশাপাশি নিষেধাজ্ঞার বাইরে থাকা দেশগুলোর নাগরিকদের সৌদি আরবে প্রবেশের পর পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে তাদের ভ্যাকসিনের সার্টিফিকেটও বাধ্যতামূলক ঘোষণা করেছে সৌদি সরকার।
Leave a reply