উদ্বোধনী জুটিতেই জয়ের পথে পাকিস্তান

|

অনায়াসে ব্যাট করছেন আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনের খেলা চলছে। বাংলাদেশের দেয়া ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের উদ্বোধনী জুটিতেই এখন পর্যন্ত ৮৬ রান তুলে জয়ের পথে অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছে পাকিস্তান।

পাকিস্তানের প্রথম ইনিংসেরও হাইলাইটস ছিল তাদের দুই ওপেনারের ব্যাটিং। ১৪৬ রানের বিশাল ভিত্তির উপর দাঁড়িয়ে পরের ব্যাটাররা তেমন ভালো করতে না পারলেও ম্যাচে টিকে ছিল পাকিস্তান। আর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস মাত্র ১৫৭ রানে গুড়িয়ে দিয়ে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে বাবর আজমের দল। ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবারও ব্যাটকে প্রথম ইনিংসের মতোই চওড়া বানিয়েছেন আবিদ ও শফিক। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আবিদ ব্যাট করছেন ৪৭ রান নিয়ে। আবদুল্লাহ শফিকের সংগ্রহ ৩৯ রান।

চতুর্থ দিনের উইকেট কাজে লাগিয়ে এখনও দলকে কোনো সাফল্য এনে দিতে পারেননি তাইজুল-মিরাজরা। অন্যদিকে, দারুণ পেসে মাঝেমধ্যে ব্যাটারদের ঝামেলায় ফেলা ছাড়া উইকেট লাভে সমর্থ হননি এবাদত হোসেনও। আরেক পেসার আবু জায়েদ রাহির ভূমিকা সম্পর্কে অধিনায়ক ও পেসার নিজেও কী ধারণা পোষণ করছেন, সেটিও স্পষ্ট নয়। নতুন বলে সুইং করানো যার প্রধান দক্ষতা, তাকে ব্যাটিং উপযোগী উইকেটে চতুর্থ বোলার হিসেবে আক্রমণে নিয়ে আসা হলে মাত্র ২ ওভারে ১৩ রান হজম করাটা ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে মোটেও অস্বাভাবিক লাগার কথা নয়।

আরও পড়ুন: লিটনের দৃঢ়তায় পাকিস্তানকে ২০২ রানের টার্গেট দিলো বাংলাদেশ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply