সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের সলঙ্গায় নির্বাচনী সহিংসতায় আহত দেলোয়ার হোসেন সাগর (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেলোয়ার হোসেন সাগর মাছুয়াকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে ও সলঙ্গা ইসলামি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, রোববার (২৮ নভেম্বর) দুপুরে ভোট চলাকালীন হাটিকুমরুল ইউনিয়নের মাছিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী সেলিম রেজা মোল্লা ও হিরা সর্দারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ভোট দেখতে আসা স্কুল ছাত্র সাগরকে হিরা সর্দারের লোকজন বেধড়ক মারপিট করে। এতে সে গুরুত্ব আহত হওয়ায় আশংকাজনক অবস্থায় দেলোয়ার হোসেন সাগরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীর হার্ট অ্যাটাকে মৃত্যু
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে দেলোয়ার হোসেন সাগর মারা যান। এ ছাড়াও সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ ইটপাকেল নিক্ষেপ ও মারপিটে দু’পক্ষের আরও অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে হিরা মন্ডল, আমিরুল হোসেন সবুজ, হাদি, ইব্রাহিম, আশরাফুল, মতি, আমিরুল ইসলাম ও শফি খানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকেরিয়া ইসলাম জানান, ৩নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত স্কুল ছাত্র বগুড়া শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সুরুতহাল শেষে নিজ বাড়িতে আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
Leave a reply