ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ র‍্যাংনিক

|

ছবি: সংগৃহীত।

ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেব নিয়োগ পেলেন রাফ র‍্যাংনিক। ইংলিশ প্রিমিয়ার লিগসহ চ্যাম্পিয়ন্স লিগে হতশ্রী পারফরমেন্সের কারণে চাকরি হারিয়েছেন ওলেগানার শোলশায়ার। ওলের জায়গায়ই স্থলাভিষিক্ত হলেন জার্মান এই কোচ।

তবে ভিসাজনিত জটিলতার কারণে এখনই দলের সঙ্গে যোগ দিতে পারছেন না র‍্যাংনিক। দলের সঙ্গে যোগ দিলেই বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করা মাইকেল ক্যারিক কাজ করবেন তার পরামর্শক হিসেবে।

এর আগে রাশিয়ার ক্লাব লোকোমোটিভ মস্কোর স্পোর্টস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন র‍্যাংনিক। মাত্র ২৫ বছর বয়সে কোচিং ক্যারিয়ার শুরু করা র‍্যাংনিক কোচ হিসেবে দায়িত্ব পালন করেন স্টুটগার্ট, হফেনহাইম, শালকে ও হানোভারের।

আরও পড়ুন:  ড্র হওয়া চেলসি- ম্যান ইউ ম্যাচে একাদশে জায়গা হয়নি রোনালদোর

জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ, টমাস টুখেল, নাগলসম্যানেরা যে গেগেনপ্রেসিং কৌশলের জন্য বিখ্যাত, তার আধুনিক যুগের কাণ্ডারি মানা হয় র‍্যাংনিককে। টমাস টুখেলকেও কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল এই জার্মানের মাধ্যমেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply