ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাথে ১১ নভেম্বর সব সম্পর্ক ছিন্ন করছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সামাজিক মাধ্যম টুইটারে এক পোস্টে দলের প্রতি অসন্তোষ প্রকাশ করে বিজেপি ত্যাগ করেছিলেন তিনি। ওই সময় থেকেই রাজনৈতিক দলের একাংশ মনে করেছিলেন, তৃণমূলের দিকে ঝুঁকছেন শ্রাবন্তী। সেই জল্পনায় অবশেষে ইতি টানলেন এ অভিনেত্রী। সোমবার (২৯ নভেম্বর) তৃণমূলের এক কর্মীসভায় দলের পতাকা হাতে তুলে নেন তিনি।
আরও পড়ুন: কারিনার পা ধুয়ে অভিমান ভাঙিয়েছিলেন অমিতাভ বচ্চন!
তৃণমূলের কর্মীসভায় মঞ্চে দলটির প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান তিনি। শ্রাবন্তী বলেন, আমি বাংলার জন্য কাজ করতে চাই। বাংলারই মেয়ে আমি। মমতাদিকে অনেক ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, আমায় আপন করে নিন। আমি আপনাদের জন্যই কাজ করতে চাই।
চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে পা দিয়েছিলেন শ্রাবন্তী। নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি। তবে হেরে গেছেন। আর আট মাস পর বিজেপির সঙ্গ ত্যাগ করেন এই টলিউড অভিনেত্রী।
Leave a reply