বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, রামপুরা ব্রিজে সহপাঠীদের বিক্ষোভ

|

ছবি: সংগৃহীত।

রামপুরায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের মৃত্যুর ঘটনায় রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কের দু’পাশে বন্ধ আছে যান চলাচলও।

আরও পড়ুন: রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, বাসের চালক আটক

জানা গেছে, সোমবার (২৯ অক্টোবর) ছিল মাইনুদ্দিনের জন্মদিন। আর এই দিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তার। মাইনুদ্দিনের মৃত্যুর ঘটনায় দ্রুত বিচারের দাবিতে রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে শ্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন।

আরও পড়ুন: বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, একে একে ১২টি বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

এর আগে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন মাইনুদ্দিন। এ ঘটনায় বাসচালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। ঘটনার পরই ক্ষুব্ধ হয়ে তার সহপাঠীরা অন্তত ১২টি বাস ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply