ইউনিসেফ বাংলাদেশকে কোভ্যাক্সের মাধ্যমে করোনার ২০ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে ফ্রান্স সরকার। মঙ্গলবার (৩০ নভেম্বর) এই তথ্য জানিয়েছে নিজেদের ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।
ফেসবুক পোস্টে ইউনিসেফ জানায়, এ মহামারিতে প্রত্যেকে নিরাপদ না হওয়া পর্যন্ত কেউই নিরাপদ নয়। তাই অবিলম্বে সবাইকে টিকার আওতায় আনার মাধ্যমে, সংক্রমণের মাত্রা কমিয়ে নতুন ভ্যারিয়েন্টের সৃষ্টি থামানোর লক্ষ্যে ইউনিসেফ ধনী দেশগুলোকে টিকার বাড়তি ডোজ দান করার আহ্বান জানায়।
আরও পড়ুন: আমরা আবার লকডাউন চাই না: স্বাস্থ্যমন্ত্রী
টিকা পাঠানোয় ফ্রান্স সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি।
এর আগে প্রধানমন্ত্রী শেখা হাসিনার ফ্রান্স সফরের সময় বাংলাদেশকে করোনার টিকা পাঠানোর ঘোষণা দিয়েছিলো দেশটির সরকার।
Leave a reply