আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

|

ছবি: সংগৃহীত

আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা আরও একমাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ন্যাশনাল ব্যুরো অব রেভিনিউ (এনবিআর)-র পরিচালক (জনসংযোগ) সৈয়দ মু’মেন এই তথ্য জানান।

আয়কর রিটার্ন দাখিলের আজ ছিল শেষদিন। তবে করদাতাদের আবেদনের বিষয়টি মাথায় নিয়ে এ সময় বৃদ্ধি করা হয়েছে।২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বরের পর আয়কর রিটার্ন জমা না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তবে করোনা মহামারির কারণে গতবছর সময়সীমা একমাস বাড়ানো হয়েছিল।

মহামারির কারণে গত বছরের মতো এবারও হচ্ছে না আয়কর মেলা। তবে দেশের ৩১টি কর অঞ্চল ও ৬৪৯টি সার্কেলে আয়কর দাতাদের প্রয়োজনীয় সব সেবা দিতে নভেম্বর মাসকে সেবা মাস হিসেবে পালন করছে এনবিআর। আয়কর দাখিলে জটিলতা এড়াতে কর অঞ্চলগুলোতে মেলার পরিবেশ সৃষ্টি করে বিবরণি জমা ও এ সংক্রান্ত তথ্য দেওয়া হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply