বিমানের সিনিয়র পাইলট ও বাংলাদেশ বিমান এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে চাকরিচ্যুত করেছে বাংলাদেশ বিমান।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও স্বাক্ষরিত এক চিঠিতে চাকরিচ্যুতির এ আদেশ জানানো হয় তাকে।
চিঠিতে চাকরিচ্যুতির কোনো কারণ উল্লেখ করা হয়নি। বলা হয়, বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের আটিক্যাল ৫৯(বি)-এর ক্ষমতা বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল এই চাকরিচ্যুতির আদেশ দিয়েছেন। ওই চিঠিটি দুপুরেই তড়িঘড়ি করে মেইলযোগে ক্যাপ্টেন মাহবুবুর রহমানের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এছাড়াও ক্যাপ্টেন মাহবুব বিমানে চাকরি করাকালীন কোনো বকেয়া পাওনা থাকলে তাকে তার সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে। অবিলম্বে এ আদেশ কার্যকর করতে বিমানের অ্যাডমিন শাখাকে নির্দেশনা দেয়া হয়েছে।
ক্যাপ্টেন মাহবুবকে চাকরিচ্যুতির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশ বিমানের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে। পাইলটদের মাঝে আতঙ্ক নেমে এসেছে বলেও জানা যায়। ইতোমধ্যে বাপা নির্বাহী কমিটি একটি জরুরি বৈঠকও ডেকেছে।
প্রসঙ্গত, ক্যাপ্টেন মাহবুব সম্প্রতি পাইলটদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে সক্রিয় ছিলেন।
Leave a reply