সেনাশাসন বিরোধী আন্দোলনে উত্তাল খার্তুম

|

ছবি: সংগৃহীত

সেনাশাসন বিরোধী আন্দোলনে উত্তাল সুদানের রাজধানী খার্তুম। গত মঙ্গলবার (৩০ নভেম্বর) খার্তুমে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে হয় প্রচণ্ড সংঘাত।

এ দিন সেনাপ্রধানের বাসভবন এবং দফতর এলাকা ঘেরাও করে হাজার হাজার বিক্ষোভকারী। তারা সামরিক শাসনের বিরুদ্ধে স্লোগান দেয়। জনস্রোত মোকাবেলার এক পর্যায়ে স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা রাজধানী।

সেনাশাসন বিরোধী আন্দোলনে উত্তাল খার্তুম। ছবি: সংগৃহীত

প্রতিরোধ কমিটির ডাকা আন্দোলনের মূল দাবি ছিল পূর্ণাঙ্গ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। এছাড়া, গেল মাসে জোরপূর্বক আবদাল্লাহ্ হামদক’কে পুনরায় প্রধানমন্ত্রী পদে বসানোর তীব্র নিন্দা জানায় তারা। একইসাথে, অভ্যুত্থানের সময় আটক সব রাজবন্দির মুক্তি চায় বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, গেল ২৫ অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে সুদানের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

আরও পড়ুন: দুর্নীতি মামলায় সু চি; প্রমাণিত হলে ১৫ বছরের কারাদণ্ড


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply