‘চলতি বছরই সমাধান হবে বেলারুশের অভিবাসন সংকট’

|

ছবি: সংগৃহীত।

চলতি বছরের শেষ নাগাদই বেলারুশের অভিবাসন সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। নববর্ষ উপলক্ষে ছুটির মধ্যেই এই সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি।

এ নিয়ে লুকাশেঙ্কো বলেন, অভিবাসন প্রত্যাশী যারা এখানে বাস করছে তাদের নিজ দেশে ফেরত যাওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ, এখানে কোনো মানবিক সহায়তা তারা পাবে না। এরই মধ্যে ১ হাজার ইরাকি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply