প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করার পর আজ (১ ডিসেম্বর) সকালে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে দেশে ফিরতে তিন দিন সময় লেগেছে নিগার-রোমানাদের। নামিবিয়া থেকে ওমানের মাস্কাট, এরপর করাচি হয়ে সকাল পৌনে ৯টায় ঢাকায় পৌঁছেছে নারী ক্রিকেট দল।
জিম্বাবুয়ে থেকে দেশে ফেরায় বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে নারী দলের সদস্যদের। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ।
Leave a reply