যন্ত্রণা থেকে বাঁচতে স্বেচ্ছামৃত্যু চান সাবেক ইংলিশ অধিনায়ক

|

রেমন্ড ইলিংওয়ার্থ। ছবি: সংগৃহীত

সাবেক ইংলিশ অধিনায়ক রেমন্ড ইলিংওয়ার্থ ক্যান্সারের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চেয়েছেন স্বেচ্ছামৃত্যু। কিন্তু ইংল্যান্ডে স্বেচ্ছামৃত্যুর আইন না থাকায় আক্ষেপ করেছেন তিনি।

খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত রেমন্ড ইলিংওয়ার্থ। বছরের শুরুতে স্ত্রী শার্লির মৃত্যুর বিভীষিকা দেখেছিলেন তিনি নিজের চোখে। যার কারণে এখন নিজেই বেঁচে থাকার ইচ্ছাশক্তি হারিয়ে ফেলেছেন। তাই চাইছেন স্বেচ্ছামৃত্যু।

রেমন্ড ইলিংওয়ার্থ। ছবি: সংগৃহীত

বর্তমানে পৃথিবীর অনেক দেশেই স্বেচ্ছামৃত্যুর বৈধতা থাকলেও ইংল্যান্ডে নেই এমন কোনো আইন। তবে আশার কথা হচ্ছে, রে ইলিংওয়ার্থ সুস্থ হয়ে উঠতে পারেন। ক্যান্সার থেকে সুস্থতা লাভ করার জন্য নিয়মিত রেডিওথেরাপি দেয়া হচ্ছে সাবেক এই ইংলিশ ক্রিকেটারকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply