খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কাগজপত্র এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে: আইনমন্ত্রী

|

আইনমন্ত্রী আনিসুল হক।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কাগজপত্র এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বুধবার (১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এমন কথা বলেন।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করানো নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এর আগে, রোববার (২৮ অক্টোবর) জাতীয় সংসদে তিনি বলেন, খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেয়া হয়েছে। তিনি দুটো শর্তে সম্পূর্ণ মুক্ত। মুক্ত বলে তিনি মুক্তভাবে বাসায় থাকতে পারছেন। মুক্ত আছেন বলেই তিনি মুক্তভাবে চিকিৎসা নিতে পারছেন।

আরও পড়ুন: ‘লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বলছেন, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য না নেয়ায় মৃত্যুঝুঁকি বেড়েছে। বর্তমান অবস্থায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি দেশে নেই। এখন খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ থাকলেও, যেকোনো সময় তা হবার ঝুঁকি রয়েছে। আর তাতে রয়েছে মৃত্যুশঙ্কা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply