ওমিক্রন আতঙ্কে ঝূঁকিপূর্ণ দেশসমূহের তালিকা তৈরি করেছে ভারত। তালিকাভুক্ত এসব দেশের যাত্রীদের জন্য আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।
কেন্দ্রীয় সরকারের নির্দেশে বুধবার (১ ডিসেম্বর) থেকেই বিমানবন্দরগুলোতে শুরু হয়েছে আরটিপিসিআর টেস্ট।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ফেরত এক যাত্রীর শরীরে করোনা শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নিলো ভারত সরকার। যদিও ওই ব্যক্তি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা তা এখনও জানা যায়নি। তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। বাংলাদেশ ছাড়াও রয়েছে ব্রিটেনেসহ ইউরোপের সব দেশ। আছে ব্রাজিল, বতসোয়ানা, চীন, নিউজিল্যান্ড, ইসরায়েলসহ আরও বেশকিছু দেশ।
আরও পড়ুন: আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে ভারত
এছাড়া ঝূঁকিপূর্ণ তালিকার বাইরে থাকা দেশগুলোর যাত্রীদের মধ্যেও ৫ শতাংশ যাত্রীর কোভিড টেস্ট করা হবে। এছাড়া দেশটির সকল আন্তর্জাতিক ফ্লাইট ১৫ ডিসেম্বর থেকে চালু হওয়ার কথা থাকলেও এরইমধ্যে তা বন্ধ ঘোষণা করা হয়েছে।
Leave a reply