পাকিস্তানের কর্তারপুরের গুরুদুয়ারা দরবার সাহেব কমপ্লেক্স গুরুদুয়ারায় গিয়ে ফটোশ্যুট করে বিপাকে পড়েছেন দেশটির অন্যতম জনপ্রিয় মডেল সুলেহা লালা। জানা গেছে, ওই উপাসনালয়ে ছবি তোলার সময় মাথায় কাপড় ছিল না তার। আর এতেই বেঁধেছে বিপত্তি। বিষয়টি নিয়ে আপত্তি জানায় শিখ সম্প্রদায়।
সুলেহার তোলা সেই ছবিতে দেখা যাচ্ছে, সুলেহা গুরুদুয়ারার দিকে পিছনে ফিরে পোজ দিচ্ছেন এবং তার মাথায় কাপড় নেই। তার এ ছবি দেখেই ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের দিল্লির শিখ গুরুদুয়ারা কমিটির প্রেসিডেন্ট মন্জিন্দর সিং। তার দাবি, পবিত্র স্থানের মর্যাদাহানি করছেন সুলেহা লালা।
শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছেও অভিযোগ জানানো হয়েছে। সাধারণত মাথা ঢেকেই গুরুদুয়ারায় প্রবেশ করার নিয়ম সর্বত্র। আর, মাথায় কাপড় না থাকার বিষয়টি একেবারেই অনিচ্ছাকৃতভাবে উল্লেখ করে শিখ ধর্মাবলম্বীদের কাছে ক্ষমা চেয়েছেন এ মডেল।
/এসএইচ
Leave a reply