মেক্সিকোর একটি কারাগারে দুর্ধর্ষ হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া হয়েছে নয় কয়েদিকে। বুধবার দেশটির হিদালগো প্রদেশে হয় এ নাটকীয় ঘটনা।
কর্তৃপক্ষ জানায়, তুলা শহরের কারাগারের গেটে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে উপস্থিত হয় একটি দল। দু’টি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় তারা। ছুঁড়তে থাকে এলোপাথাড়ি গুলি। আহত হয় দুই পুলিশ সদস্য।
স্থানীয়রা জানান, বোমা বিস্ফোরণের পর কারাগারের গেট ছেড়ে পালিয়ে যান নিরাপত্তা কর্মীরা। সেই সুযোগে ভেতরে প্রবেশ করে বন্দুকধারীরা। বের করে আনে বন্দি নয় জনকে।
স্থানীয় গণমাধ্যম বলছে, মুক্ত করা কয়েদিদের মধ্যে ‘এল মিশোয়াকানো’ নামক সন্ত্রাসী গোষ্ঠীর নেতা রয়েছেন। পালিয়ে যাওয়াদের সন্ধানে চলছে ন্যাশনাল গার্ড ও পুলিশের যৌথ অভিযান।
ইউএইচ/
Leave a reply