এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। করোনার পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে দেড় ঘণ্টায় হবে এবারের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী প্রায় ১৪ লাখ। গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন।
গ্রুপভিত্তিক তিনটি বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক বিষয়ের পরীক্ষা দিতে দেড় ঘণ্টা করে সময় পাবে শিক্ষার্থী। পরীক্ষা চলাকালীন সময়ে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে অবশ্যই পরীক্ষার কক্ষে বসতে হবে। বহুনির্বাচনী ও সৃজনশীল অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সাধারণত প্রতি বছর এইচএসসি এপ্রিলে শুরু হলেও এবার করোনার পরিস্থিতিতে ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিতে পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ইউএইচ/
Leave a reply