নিরাপদ সড়কের দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে শিক্ষার্থীদের মানববন্ধন করতে দেয়নি পুলিশ। আজ (২ ডিসেম্বর) রামপুরা ব্রিজ এলাকায় মানববন্ধনে অংশ নেয়ার জন্য শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করলে পুলিশ তাদের দাঁড়াতে দেয়নি বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
বাধার মুখে কয়েকজন শিক্ষার্থী তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করেছে। তবে নিরাপদ সড়কের দাবিতে নতুন করে আবারও মাঠে নামার ইঙ্গিত দিয়েছে শিক্ষার্থীরা। মানববন্ধনে বাধা দিতে গিয়ে পুলিশ খারাপ আচরণ করেছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
আরও পড়ুন: এক শিক্ষার্থী বলেছে আমি নাকি বাসে চড়া জানি না, কথাটা ঠিক না: প্রধানমন্ত্রী
এদিকে পুলিশ বলেছে, আন্দোলনের সুযোগ নিয়ে শিক্ষার্থীদের সাথে বহিরাগতরা প্রবেশ করে অরাজকতা সৃষ্টি করতে পারে । এমন তথ্য পেয়েই তারা শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিয়েছে। আইনশৃঙ্খলায় যেন বিঘ্ন না ঘটে, সেজন্য তারা সতর্ক রয়েছেন বলেও জানায় পুলিশ।
আরও পড়ুন: ‘১০ মিনিটে ১০টি গাড়িতে আগুন কীভাবে দেয়া হলো?’
/এমই
Leave a reply